
একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে সাংবাদিক এমএ আজিজের সঙ্গে তুমুল বাদানুবাদে জড়িয়েছেন এনসিপি নেতা এসএম সাইফ মোস্তাফিজ। আলোচনার একপর্যায়ে তাদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়।
এমএ আজিজের বক্তব্যের জবাবে সাইফ বলেন, “বিএনপি সংবিধানের কথা বলছে, কিন্তু যে সিস্টেমে তারা কথা বলছে, সেটি চললে ৫ আগস্টের পরবর্তী সময় আমরা দেখতে পেতাম না। এমএ আজিজের মতো ব্যক্তিরাও জনসম্মুখে এত কথা বলার সুযোগ পেতেন না। অভ্যুত্থান না হলে কোনো দলই নির্বাচন দেখার সুযোগ পেত না।”
তিনি আরও বলেন, “বিশিষ্টজনেরা এখন বড় বড় কথা বলছেন। কিন্তু গত এক বছরে যেভাবে মবকে ট্যাগ করা হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণকেও মব বলা হচ্ছে। এভাবে ট্যাগ করলে অভ্যুত্থানের আসল মর্ম নষ্ট হবে, ফ্যাসিজমের জায়গা তৈরি হবে। ১৭ বছর পর আবার সাধারণ মানুষের জান দিতে হবে, আহত হতে হবে।”
জবাবে এমএ আজিজ বলেন, “আমরা প্রবীণ বলে কি আমাদের বাদ দিয়ে দেবেন? আমি ৫ আগস্ট পর্যন্ত আপনাদের সমর্থন করেছি। এমন কথার জন্যই ধাওয়া খাচ্ছেন। যেভাবে আপনাদের দমন করা হয়েছে, সেভাবেই দমন করা হবে।”
সাইফ পাল্টা জবাবে বলেন, “আমরা কোনো ধাওয়া খাচ্ছি না। আপনাদের ভাষা দুঃখজনক। তরুণদের প্রতি সম্মান দেখান না। সিনিয়রদের মানতে হবে, কিন্তু আপনারা যেভাবে তরুণদের আক্রমণ করেন, তা দুঃখজনক। গত ১৭ বছরে আপনার ভূমিকা কী ছিল? আপনাকে কখনো আওয়ামী লীগের সমালোচনা করতে দেখিনি।”
এমএ আজিজ জবাবে দাবি করেন, “আমি একমাত্র ব্যক্তি, যিনি আওয়ামী লীগের সমালোচনা করার সাহস দেখিয়েছি, যা অন্য কেউ করেনি।”
এই বাদানুবাদ টক শোতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে, যা দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
Comments