Image description

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রেসক্লাবে আয়োজিত এ সম্মেলনে নির্বাচন কমিশনের গেজেট বাতিলের দাবি জানানো হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন, সমন্বয়ক ও সাবেক জেলা বিএনপি সভাপতি এম এ সালাম, ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাবনা প্রকাশ করলে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মিলে সম্মিলিত কমিটি গঠন করে শুনানিতে অংশগ্রহণ করে চারটি আসন বহাল রাখার দাবি জানালেও ৪ সেপ্টেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনে কমিশন চূড়ান্তভাবে তিনটি আসন রাখার সিদ্ধান্ত নেয়। তিনি এ সিদ্ধান্তকে অযৌক্তিক, বেআইনি ও জনবিরোধী উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন কমিশনের এ প্রজ্ঞাপনে বাগেরহাটবাসীর হৃদয় বিদীর্ণ হয়েছে। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করে চারটি আসন বহাল রাখার দাবি জানানো হয়। একইসঙ্গে এ দাবিতে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, সেপ্টেম্বর বিকেলে জেলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল, ৮ সেপ্টেম্বর হরতাল-অবরোধ ও নির্বাচন কমিশন কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান, ৯ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল, ১০ ও ১১ সেপ্টেম্বর টানা হরতাল।

এসময় বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, মুজিবর রহমান, কামরুল ইসলাম গোরা, জামায়াত নেতা মঞ্জুরুল হক রাহাদ, নাসির উদ্দিন আলাপসহ বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। 

জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদের সমন্বয়ে একটি আইনি কমিটি গঠন করা হয়েছে। তারা চারটি আসন বহাল রাখতে আদালতে যাবেন বলে সম্মেলনে জানানো হয়।