
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে হামলা ও ভাঙচুর করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার এই ঘটনা ঘটে।
প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কনস্যুলেটের ভেতরে অবস্থান করছেন এমন সন্দেহে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলাকালীন তারা স্লোগান দিতে থাকে এবং কনস্যুলেটের দরজায় ধাক্কাধাক্কি করে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও, সেখানে উপদেষ্টাকে দেখা যায়নি।
Comments