
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামে আমিন সওদাগরের পুকুর থেকে অজ্ঞাতনামা এক যুবতীর (আনুমানিক ৪০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃতদেহের পরনে শালোয়ার-কামিজ ছিল।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে কচুরিপানাভর্তি পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টায় লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সীতাকুণ্ড থানার এসআই নুর হোসেন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যুবতীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।
Comments