সৈয়দপুরে পৌরসভার দুই কর্মচারীকে মারপিটের প্রতিবাদে বিক্ষোভ ও কর্মবিরতি

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার একটি টয়লেট ব্লক এর জায়গা দখলে বাঁধা দেওয়ায় পৌরসভার দুই কর্মচারীকে বেধড়ক পিটানো হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। এতে করে শহরে নাগরিক সেবা ভেঙ্গে পড়েছে।
সৈয়দপুর পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও হিসাবরক্ষক আবু তাহের জানান, সৈয়দপুর পৌরসভার গোয়ালপাড়ায় কলাহাটিতে আমাদের একটি টয়লেট ব্লক রয়েছে। ওই ব্লকটি ব্যবসায়ী পরিচয়ে কিছু অসাধু ব্যক্তি দখল করে নেয়। সেখানে রোববার রাতে (১৭ আগস্ট) দোকানঘর নির্মাণের উদ্যোগ নেয় তারা। খবর পেয়ে পৌরকর্মচারীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা পৌর সম্পত্তি দখলে বাঁধা দেন। এনিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে পৌরসভার সহকারী কর আদায়কারী সুজন শাহ ও যানবাহন পরিদর্শক মোকছেদ আলীকে পৌর এলাকার কলাহাটিতে দায়িত্ব পালনের সময় বেদম মারপিট করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের স্থানীয় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ঘটনার প্রতিবাদে সৈয়দপুর পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রেখে কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
এসময় বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, হিসাবরক্ষক আবু তাহের, কর নির্ধারক মো. নাদিম, যানবাহন শাখার কর্মচারী মো. জুয়েল, সাবেক কাউন্সিলর আব্দুল খালেক সাবু প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। না হলে পৌর সেবা অনির্দিষ্টকারের জন্য বন্ধ থাকবে এবং এর সুষ্ঠু বিচার না হলে বৃহত্তর আন্দোলনে যাবে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বলে জানান তাঁরা।
এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নুর-ই-আলম সিদ্দিকী বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দায়িত্ব পালন করতে গিয়ে কাউকে গুরুতর আহত করা ঠিক হয়নি।
Comments