Image description

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যান্ত্রিক ত্রুটির কবলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৩০ ঘণ্টা বিলম্বে ঢাকায় পৌঁছেছে। বিমানটি আজ শুক্রবার বেলা ৩টা ২৭ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, ফ্লাইটটি (বিজি-১৪৮) আজ সকাল ৭টায় দুবাই থেকে টেক অফ করে। এরপর দুপুর ১টা ৩৩ মিনিটে এটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। এই দীর্ঘ বিলম্বের কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে।

এর আগে বুধবার রাতে ‘চাকায় ত্রুটি’ দেখা দেওয়ায় বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ‘গ্রাউন্ডেড’ করা হয়। ফ্লাইটটিতে ২৭৫ জন যাত্রী ছিলেন। যার মধ্যে ৫৫ জন ঢাকার যাত্রী এবং বাকিরা চট্টগ্রামের যাত্রী।

ফ্লাইটটি বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে দুবাই থেকে উড়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। সেখানে ১ ঘণ্টা বিরতি দিয়ে ঢাকায় পৌঁছার কথা ছিল ৯টায়।

তবে দুবাইয়ে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বাংলাদেশ থেকে চাকা ও যন্ত্রাংশ পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। প্রথমে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সেসব পাঠানোর কথা থাকলেও পরে পাঠানো হয় বিমানের একটি ফ্লাইটে। এরপর মেরামত শেষে প্রায় ৩০ ঘণ্টা বিলম্বে দেশে পৌঁছেছে ফ্লাইটটি।