শহীদ ফারহান ফাইয়াজের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও স্মরণ সভা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে জুলাই বিপ্লব -২৪' এ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বীর শহীদ ফারহান ফাইয়াজ এর ১ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরপা নিজ এলাকায় শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম ফলক উন্মোচন করা হয়েছে। শুক্রবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মাসুদ রানা এ ফলক উন্মোচন করেন।
পরে শহীদ ফরহান ফাইয়াজের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তারাবো পৌর অডিটরিয়ামে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জুলাই শহীদদের স্মরনে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মাসুদ রানা বলেন, ফারহান ফাইয়াজসহ আরো বীরের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। তাদের সেই রক্তের উপর দাঁড়িয়ে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ গড়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে। ফারহান ফাইয়াজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, রুহের মাগফেরাত কামনা করছি।
তিনি বলেন, ফারহান ফাইয়াজ আমাদের সামনে একটি আদর্শ একটি মডেল। আমাদের পরবর্তী প্রজন্ম তার আদর্শকে বুকে ধারণ করে ভালো কিছু দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে সমৃদ্ধির দিকে নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। দেশ মাতৃকার স্বাধীনতায় গণতন্ত্রের পুনরুদ্ধারে নতুন বাংলাদেশ গড়তে যারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন যারা আহত হয়েছেন যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এই ত্যাগ কে আমরা স্বীকার করে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই এক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অথিদপ্তরের মহা পরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। এরআগে উপস্থিত অতিথি বৃন্দ শহীদ ফারহান ফাইয়াজের কবর জিয়ারত করেন।
Comments