
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির পুকুরে আজ শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম রাফসান। সে শিমুলিয়া গ্রামের ভুঁইয়া বাড়ির মুস্তাকিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন।
স্বজনদের বরাতে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ওই শিশু। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে অবশেষে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন তারা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলেও জানান ওসি।
Comments