Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে তারা 'সম্প্রীতির শিক্ষার্থী জোট' নামে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বৃহস্পতিবার বিকালে ক্যাম্পাসের জারুলতলায় এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় মানবকল্যাণ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম এই প্যানেল ঘোষণা করেন।

প্রার্থী তালিকা-

সহ-সভাপতি (ভিপি): ইব্রাহীম হোসেন রনি (ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী)

সাধারণ সম্পাদক (জিএস): সাঈদ বিন হাবিব (শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য বিষয়ক সম্পাদক ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী)

এজিএস: সাজ্জাদ হোসেন মুন্না (শাহজালাল হল শিবিরের সভাপতি ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী)

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলগুলোর নামের শেষে 'শিক্ষার্থী জোট' শব্দটি ব্যবহার করা হচ্ছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তারা 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে 'সমন্বিত শিক্ষার্থী জোট' নামে অংশ নিয়েছিল। দুটি নির্বাচনই জামায়াতে ইসলামীর এই ছাত্র সংগঠন বেশিরভাগ পদে জয়লাভ করেছে। আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনেও তারা 'সম্মিলিত শিক্ষার্থী জোট' নামে লড়াই করবে।

বুধবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন পর্যন্ত চাকসুতে ২৬টি পদে ৫২৮ জন এবং ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদে ৬৩৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।