
আবুধাবিতে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
এই ম্যাচে ভাগ্য জড়িয়ে আছে বাংলাদেশেরও। শ্রীলঙ্কা জিতলে সরাসরি সুপার ফোরে জায়গা পাবে টাইগাররা। তবে আফগানিস্তান জিতলে রানের হিসেব-নিকেশের ঝামেলায় পড়তে হবে, যা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যের কারণ হতে পারে। তাই আজ বাংলাদেশের সমর্থকরা লঙ্কানদের জয় কামনা করছেন।
আফগানিস্তান একাদশ: সেদিকুল্লাহ অতল, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রসুলি, করিম জানাত, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, নুর আহমেদ, ফজলহক ফারুকি।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশরা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়াল্লালাগে, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা।
Comments