
দিনাজপুরের খানসামায় ৬৭ কেজি গাঁজাসহ আকিবুল ইসলাম আজাদ (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও তফির মেম্বার পাড়ার মৃত হাফেজ উদ্দিনের ছেলে আকিবুল ইসলামকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ সময় আর এক মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার নশতপুর বটিকাটা গ্রামের আজাহার আলী (৫০) পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।
এই অভিযান পরিচালনা করেন খানসামা থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ নজমুল হকসহ এসআই মোস্তাক বিল্লাহ, এসআই আলমাস, এএসআই শরিফুল ও এএসআই আব্দুর রউফসহ সঙ্গীয় ফোর্স।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান চালাই। আকিবুলের বাড়ির একটি নতুন ট্রাংক থেকে প্লাস্টিকের বস্তায় রাখা ৬৭.৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
Comments