Image description

বরিশালে জজ কোর্টের এক কর্মচারীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জমি দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনাের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামের দিনমজুর অভিনয় চন্দ্র দাস।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, তার বাবার মৃত্যুর পর চাচারা তাদের প্রাপ্য জমি দখল করে নেয়। বিষয়টি নিয়ে ২০২২ সালের ৩০ ডিসেম্বর গ্রাম্য আদালতে মামলা হয় এবং স্থানীয় চেয়ারম্যান-মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাপঝোপের মাধ্যমে কিছু জমি ফেরত পান। তবে তা মানতে নারাজ তার চাচারা।

অভিযোগকারী দাবি করেন, তার ছোট চাচা নিরঞ্জন চন্দ্র দাস বর্তমানে জজ কোর্টে পেশকার হিসেবে কর্মরত আছেন। চাকরির প্রভাব খাটিয়ে তিনি এলাকায় প্রভাবশালী একটি রাজনৈতিক দলের ক্যাডারদের সাক্ষী বানিয়ে তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ এপ্রিল বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সি.আর ১০২/২৫ (বন্দর) মামলার অনুকূলে জি.আর ৪৮/২৫ (বন্দর) মিথ্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে উভয় পক্ষ লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আপোষ মীমাংসা করে স্বাক্ষর করলেও বাদী নিরঞ্জন চন্দ্র দাস নতুন মামলা দেয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে, প্রয়োজনে নির্যাতন মামলাও করা হবে।

অভিযোগকারী অভিনয় চন্দ্র দাস বিভাগীয় কমিশনারের কাছে আবেদন জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিয়ে তার পরিবারকে মিথ্যা মামলা ও হয়রানি থেকে রক্ষা করতে এবং তাদের ভিটাবাড়ি দখলমুক্ত রাখতে। অভিযোগের সঙ্গে রোয়েদাদ, অচলনামা, চার্জশিট ও লিগ্যাল এইডের আদেশনামার কপিও দাখিল করেছেন।

অভিযোগের বিষয়ে বরিশাল জজ কোর্টের বেঞ্চ সহকারী নিরঞ্জন চন্দ্র দাসের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।