Image description

মানিকগঞ্জের সিংগাইরে ভিক্ষুকদের পেশা পরিবর্তন করে কর্মসংস্থানের কার্যক্রম ও পূজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ বাসস্ট্যান্ডে ৭ জন ভিক্ষুককে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের কার্যক্রম উদ্বোধন করেন। এসময় পুনর্বাসিতদের মধ্যে ৬ জনকে মুদি দোকান ও একজনকে অটো রিকসা প্রদান করা হয়। 

অপরদিকে, সকাল ১১ টার দিকে পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার রায় বাড়ীর গীতা রায় ভবনে শিল্পপতি অনিরুদ্ধ রায়ের মাতা শ্রীমতি গীতা রায়ের নামে দুর্গোৎসবের ৭৬ টি পূজা মন্ডপের সভাপতি -সাধারণ সম্পাদকদের হাতে ২০ হাজার করে টাকা বিতরণ করেন - বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।  

অনিরুদ্ধ রায়ের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্তের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, ইউএনও মো.কামরুল হাসান সোহাগ, ওসি জেওএম তৌফিক আজম, জেলা বিএনপি'র আহবায়ক  কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত  ভজন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইতি রাণী সাহা। 

এছাড়া অন্যদের মধ্যে জেলা সমাজসেবা উপ-পরিচালক আব্দুল বাতেন, উপজেলা কৃষি অফিসার হাবিবুল বাশার চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মো. আহাদী হোসেন, সমাজসেবা অফিসার মনজুরুল আলমসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।