Image description

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ বৈলতলী আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন চরপাড়া এলাকায় অবৈধ গ‍্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে ১০ জনের অধিক দগ্ধ হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে গুদামের আশপাশে থাকা ১০ জনের অধিক দগ্ধ হন। পরে খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।