
বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বুধবার সকাল ৯টায় আন্দোলনকারীরা জড়ো হয়ে নির্বাচন অফিসের সামনে অবস্থান নেয়।
জানা গেছে, দুপুর ১টা পর্যন্ত টানা চার ঘণ্টা তারা সেখানে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করবে আন্দোলনকারীরা। সর্বদলীয় সম্মিলিত কমিটি গতকাল মঙ্গলবার ও আজ বুধবারের দুই দিনের ডাকা আধাবেলা হরতাল প্রত্যাহার করে নতুন করে পরপর দুইদিন অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গোৎসবে ভোগান্তি কমাতে হরতাল কর্মসূচি থেকে সরে আসে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। আসন পুনর্বহালের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।
সরেজমিনে দেখা যায়, জেলা নির্বাচন অফিসের ঢোকার গেট আটকে আন্দোলনকারীরা সামনে অবস্থান নিয়েছে। অফিসে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে নির্বাচন অফিসের নিয়মিত কাজ বিঘ্নিত হচ্ছে।
গত বৃহস্পতিবার আসন পুনর্বহালের দাবিতে হরতালসহ চার দিনের কর্মসূচি দেয় আন্দোলনকারীরা। নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন থেকে কমিয়ে তিনটি করে চূড়ান্ত গেজেট প্রকাশের পর থেকে দফায় দফায় হরতাল, অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
Comments