
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করে চলেছেন। তার এসব মন্তব্য তীব্র সমালোচনার জন্ম দিলেও তিনি থেমে নেই।
রোববার নেপালের সাম্প্রতিক গণআন্দোলন নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন শাওন। সেখানে তিনি বাংলাদেশের জুলাই বিপ্লবকে ইঙ্গিত করে ব্যঙ্গ করেন।
নিজের পোস্টে শাওন লেখেন, "নেপালের অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে পারছেন না তিনি। কারণ, দেশটির প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নেপালের গণআন্দোলনকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়েছেন! অথচ তিনি বলতে পারতেন, ‘লুটপাট-অগ্নিকাণ্ড-ভাঙচুর ছিল তরুণদের বহু বছরের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ’। আন্দোলনকারীরা তো আসলে তারই নিয়োগকর্তা! তাহলে তিনি কি বাংলাদেশের অভিজ্ঞতা থেকে কিছুই শেখেননি?"
শাওনের এই স্ট্যাটাস দেখে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই তাকে আওয়ামী লীগের দোসর ও সুবিধাবাদী হিসেবে উল্লেখ করে তার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
লাবিব আহমেদ নামের একজন ব্যক্তি শাওনকে উদ্দেশ্য করে লিখেছেন, "নেপাল তো আর দেশের হাজার হাজার টাকা বিদেশে পাচার করে নাই। সেটা বলতে লজ্জা করে?" মো. আব্বাস নামের আরেকজন বলেন, "সুশীলগিরি কম করেন। আজকে তারা নেপালের অন্তর্বর্তী সরকারের পদত্যাগের জন্য মাঠে নেমেছে।" এছাড়া, অনেকে মন্তব্য করেছেন, "আওয়ামী লীগ যাওয়ার সঙ্গে সঙ্গে শাওনের ব্যবসা বন্ধ হয়ে গেছে।"
Comments