Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এমফিল প্রোগ্রামে ভর্তি হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ইতোমধ্যে তার ভর্তি সাময়িকভাবে বাতিল করেছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ।

এদিকে, বৈধ ছাত্রত্ব না থাকার কারণে ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থীতাও বৈধ ছিল না। এ প্রেক্ষিতে তদন্ত কমিটি তার জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার জন্য জোর সুপারিশ করেছে।

২০১৯ সালের ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগের পর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তৎকালীন উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। স্মারকলিপি আমলে নিয়ে উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেন, যার প্রতিবেদন সম্প্রতি সিন্ডিকেটে গৃহীত হয়।

তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে যে, গোলাম রাব্বানী, মেহজাবিন হক এবং ফাহমিদা তাসনিম অনির এমফিল প্রোগ্রামে ভর্তি "সম্পূর্ণ অবৈধভাবে জালিয়াতির মাধ্যমে সম্পন্ন হয়েছে"। এর ভিত্তিতে তাদের ভর্তি সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং এটি একাডেমিক কাউন্সিলে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, রাব্বানীর বৈধ ছাত্রত্ব না থাকায় ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তার প্রার্থীতাও বৈধ ছিল না। তাই জিএস হিসেবে তার নির্বাচনকে অবৈধ ঘোষণার সুপারিশ করা হয়েছে।