Image description

লাখাই উপজেলায় বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক, জুয়া এবং মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার ২ নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজে এই সভার আয়োজন করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী'র নেতৃত্বে আয়োজিত এই সচেতনতামূলক অনুষ্ঠানে থানার এসআই প্রণয়, এএসআই সালাম এবং এএসআই প্রদীপ উপস্থিত ছিলেন। আলোচনায় প্রধান শিক্ষকসহ স্কুলের সকল শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

আলোচনা সভায় ওসি বন্দে আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমরা সমাজের ভবিষ্যৎ। বাল্যবিবাহ, ইভটিজিং এবং মাদক সমাজে শান্তি ও শৃঙ্খলা নষ্ট করছে। তোমাদেরকেই এই সব সামাজিক ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।" 

তিনি আরও বলেন, যেকোনো ধরনের অপরাধ দেখলে বা কোনো হয়রানির শিকার হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব সময় তাদের পাশে থাকবে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশ্ন করা হলে পুলিশ কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে তাদের আইনি অধিকার এবং করণীয় সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন। 

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্কুলের প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের মাঝে এমন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত জরুরি। এটি তাদের কেবল পড়ালেখায় নয়, বরং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।