Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সুনাম নষ্ট করতে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে দলের শীর্ষ নেতৃত্বকে বিতর্কিত করার জন্য ভুয়া আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অব্যাহত অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের সতর্কবার্তা।

যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নাম ও পদবি জুড়ে মিথ্যাচারপূর্ণ ফটো কার্ড তৈরি করে বিভিন্ন সময়ে প্রচার করা হচ্ছে।

তবে বিভিন্ন সূত্রে জানা যায়, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্বাচনী এলাকা ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরা আসনে তার অনুসারীরা অতিউৎসাহী হয়ে এসব মিথ্যাচার করে আসছেন। 

যুবদল সূত্রে জানা যায়, এ বিষয়ে অতীতে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও অপতৎপরতা বন্ধ হয়নি। উল্টো তা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে অসাধু চক্রটি।

এ প্রসঙ্গে যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, দলের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডে প্রভাবিত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, দলের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রমূলক এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।