Image description

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষ মন্ত্রণালয়ের আওতায় চট্টগ্রাম বিভাগের মাদ্রাসা ক্যাটাগরিতে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন আনোয়ারা উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নান।

তিনি ইতোপূর্বে আনোয়ারা উপজেলা ও চট্টগ্রাম জেলায় গুণী শিক্ষক নির্বাচিত হওয়ারপর বিভাগীয় পর্যায়ে এই অর্জন করেছেন। 

উল্লেখ্য, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১০টি বিষয়ের উপর ভিত্তি করে এই মনোনয়ন দেয়া হয়।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নান বলেন, ‘স্বীকৃতি কাজের অনুপ্রেরণা ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও হয়তো ব্যতিক্রম নয়। আমাকে চট্টগ্রাম বিভাগের  শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করায় শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এ অর্জন আমার সব ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাসহ আনোয়ারাবাসীর জন্য উৎসর্গ করলাম।’