Image description

জাতিসংঘের জ্বালানি সম্পদ পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) এক প্রতিবেদনে জানিয়েছে যে, বিশ্বের স্থলভাগে অবস্থিত উত্তোলনযোগ্য তেল ও গ্যাসের খনিগুলোর মজুত দ্রুত হারে কমছে। আইইএ সতর্ক করে বলেছে, এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিতে পারে।

আইইএ-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের স্থলভাগে বর্তমানে প্রায় ১৫ হাজার তেল ও গ্যাসের খনি রয়েছে। বছরের পর বছর ধরে উত্তোলনের কারণে এই খনিগুলোর ৯০ শতাংশের মজুত দ্রুত হারে কমছে। এতে প্রতিদিন গড়ে ৫৫ লাখ ব্যারেল জ্বালানি তেল এবং ১৮ হাজার কোটি থেকে ২৭ হাজার কোটি কিউবিক মিটার গ্যাস কম উত্তোলন হচ্ছে।

আইইএ'র নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল এক বিবৃতিতে বলেছেন, বিশ্ব এখনও অনেকাংশে তেল ও গ্যাসের ওপর নির্ভরশীল। স্থলভাগের মজুত ফুরিয়ে এলে জ্বালানির বাজারে সংকট তৈরি হবে, কারণ সমুদ্রের তলদেশে খনি অনুসন্ধান খুবই ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। তিনি আরও উল্লেখ করেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বিশ্ব এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নতুন খনি অনুসন্ধানে আরও বেশি বিনিয়োগের ওপর জোর দিয়েছেন ফাতিহ বিরোল। তার মতে, বিনিয়োগ না বাড়ালে আসন্ন জ্বালানি সংকট মোকাবিলা করা অত্যন্ত কঠিন হবে।