Image description

লিবিয়ার মিসরাতায় মানবপাচার চক্রের একটি ঘাঁটিতে অভিযান চালিয়ে ২৫ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ টাস্ক ফোর্স।

সংবাদসংস্থা সিনহুয়া সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে নজরদারি করার পর গত রোববার মিসরাতার দাফনিয়া এলাকার এই ঘাঁটিটিতে অভিযান চালানো হয়। ঘাঁটিটি লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

প্রতিবেদন অনুযায়ী, এই ঘাঁটিটি মূলত অবৈধ অভিবাসনের জন্য নৌকা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হতো। অভিযানে অবৈধ অভিবাসনের জন্য প্রস্তুত করা একাধিক নৌকা এবং বেশ কিছু নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। মানবপাচারের এই কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ২৫ জন বাংলাদেশিকেও আটক করা হয়েছে।

আটককৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, লিবিয়া দীর্ঘদিন ধরেই সাব-সাহারান আফ্রিকা থেকে ইউরোপে মানবপাচারের একটি প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখানকার রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে মানবপাচারকারীরা অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করে, যা প্রায়শই নৌকাডুবি ও নানা ধরনের নিপীড়নের কারণ হয়।