Image description

সিরাজগঞ্জের তাড়াশে দেশীগ্রাম ইউনিয়ন স্যোসাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ও তাড়াশের কৃতি সন্তান  ডাঃ মোঃ আয়নুল হক রানা। 

মঙ্গলবার বিকেলে  কাটাগাড়ী বাজার রিয়াজুল উলুম কওমীয়া মাদ্রাসা চত্বরে ফলজ ও ঔষধি  বৃক্ষরোপনের মধ্যে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি। এ ধারাবাহিকতায় দেশীগ্রাম ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে এ বৃক্ষরোপন কার্যক্রমের ধারাবাহিক অবাহ্যত থাকবে বলে জানান সংগঠনের সদস্যবৃন্দ।

‎‎এ সময় সংগঠনের সদস্যদের পাশা পাশি দেশীগ্রাম ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।