Image description

কুষ্টিয়ার মিরপুরে বিজিবি চেকপোস্টে বাসে মিলল ৩৯৯৪ পিস ইয়াবা। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নোয়াপাড়া হাইওয়ে রাস্তার উপর স্টার পরিবহনের বাস থেকে মালিক বিহীন ইয়াবা গুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। 

বিষয়টি মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান।

এ সময় বিজিবি সুত্রে আরো জানা যায়, কুষ্টিয়া মেহেরপুর সড়কের হাইওয়ে রাস্তা দিয়ে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে মিরপুর উপজেলাধীন নওয়াপাড়া বাজারে  হাইওয়ে রাস্তার উপরে ৪৭ বিজিবির নায়েব সুবেদার মোঃ লোকমান হোসেন এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে “মেহেরপুর টু কুষ্টিয়াগামী সুপার ষ্টার পরিবহন তল্লাশী করে ভারতীয় ৩৯৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

এছাড়াও বিজিবির পৃথক অভিযানে ১৪ বোতল মদ, ০.০৫০ কেজি গাজা এবং অবৈধ ৮০ কেজি কারেন্ট জাল আটক করা হয়েছে।

পরবর্তীতে আটককৃত মাদকদ্রব্য ও অবৈধ মালামাল থানায় জমা  এবং ব্যাটালিয়নের স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।