
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর টু নোয়াপড়া বাজার সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কটির বিভিন্ন অংশে পিচের কংক্রিট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দের। বেহাল অবস্থায় পরিণত হয়েছে পুরো সড়কের। যে কারণে ওই সকড়টি দিয়ে যাতায়তকারী সাধারণ জনগণ পড়েছেন চরম ভোগান্তিতে। বিশেষ করে ওই সড়কটি দিয়ে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ হাট বাজারের চলাচলের সাধারণ যাত্রীরা চলাচল ও যানযাতায়তে রয়েছে চরম ঝুঁকিপূর্ণে। এমতাবস্থায় দ্রুত যেন সড়কটি সংস্কার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন প্রত্যাশা সাধারণ জনগণের।
খোঁজ নিয়ে জানা যায়, জগদীশপুর বাজার সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়কটি দিয়ে মাধবপুর উপজেলার আশপাশের প্রায় শতাধিক গ্রামের মানুষ চলাচল করে। প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে এই রাস্তা দিয়ে। কিন্তু সম্প্রতি সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন যাবত সংস্কার না করায় সড়কের বিভিন্ন স্থানে পিচ ও কংক্রিট উঠে গেছে। এতে সৃষ্টি হয়েছে ছোড়-বড় অনেক গর্ত। তাছাড়া বৃষ্টি এলে সড়কে পানি জমে পুকুরে পরিনত হচ্ছে। যে কারণে প্রায় সময়ই ঘটছে দূর্ঘটনা। এতে অনেকেই হতাহত হচ্ছেন।
রাস্তায় চলাচলের অটোরিকশা ও সিএনজি চালকগন বলেন, প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে মহাসড়ক দিয়ে আমরা চলাচল করতে পারি না। এ জন্য বিকল্প হিসেবে এ সড়কটি দিয়ে চলাচল করতে হয়। কিন্তু সড়কটি দীর্ঘদিন যাবত সংস্কার না করায় এ সড়ক দিয়ে এখন চলাচল করা দায়। সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে ঝুঁকি নিয়ে আমাদের গাড়ী চালাতে হচ্ছে। যে কোন সময় দূর্ঘটনা ও প্রাণহানিও হতে পারে।
জগদীশপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে স্কুল কলেজে আসা যাওয়া করতে হয় নিয়মিত। কিন্তু সড়কে খানাখন্দের কারণে চরম ভোগান্তির শিকার হতে হয়। স্থানীয় ব্যববসায়ী সজল সরকার নামে এক ব্যক্তি জানান, সুস্থ মানুষজন কোন রকম চলাচল করতে পারলেও রোগীদের আনা নেয়া হয়ে উঠে চরম ঝুঁকিপূর্ণ। সড়কটি দ্রুত সংস্কারের দাবী জানাই।
এছাড়া মাধবপুর উপজেলা ভূমি অফিসে যেতে এই রাস্তা দিয়েই চলাচল করতে হয় ভূমি সেবা গ্রহণকারীরা। এই রাস্তা বেহাল দশার বিষয়ে নিয়ে সহকারী ভূমি কমিশনার মোঃ মুজিবুল ইসলাম বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা, দ্রুত সংস্কারের জন্য অনুরোধ জানাই এলজিইডি কর্তৃপক্ষকে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান নুরু বলেন, সড়কের বিভিন্ন অংশে পিচ-কংক্রিট উঠে ছোট বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। যে কারণে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। ভোগান্তিতে পড়েছেন সড়কটি দিয়ে চলাচল করা হাজার হাজার সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের দূর্ভোগ লাগবে দ্রুত সড়কটির সংস্কার কাজ করা প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে, মাধবপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রেজুয়ান নবি বলেন, সড়কটি মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কার কাজ শুরু হবে। এছাড়া আসন্ন পুজা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জাহিদ বিন কাসেম স্যার ও পিআইও সহ আমরা বড় বড় গর্ত গুলো বরাটের সিদ্ধান্ত গ্রহন করেছি। এবং তা পুজার আগেই করা হবে।
Comments