Image description

পদ্মা সেতুতে যাত্রা শুরু করলো আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) সিস্টেম। সোমবার দুপুর ২টা থেকে পরীক্ষামূলকভাবে এই সিস্টেমের মাধ্যমে গাড়ি না থামিয়েই স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বিশেষ নির্দেশনায় পদ্মা সেতুতে এই ETC সিস্টেম চালু করা হচ্ছে।

এই সুবিধা ব্যবহার করতে আগ্রহী ব্যবহারকারীদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের TAP অ্যাপে যেতে হবে। সেখানে "ডি-টোল" (D-Toll) অপশনে গিয়ে গাড়ির রেজিস্ট্রেশন এবং রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর শুধুমাত্র প্রথমবার পদ্মা সেতুর RFID বুথে গিয়ে গাড়ির রেজিস্ট্রেশন এবং RFID ট্যাগ চেক করাতে হবে। এই প্রক্রিয়া একবার সম্পন্ন হলে, ব্যবহারকারীরা ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে ETC লেন ব্যবহার করতে পারবেন। তখন স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে।

ভবিষ্যতে TAP অ্যাপের পাশাপাশি অন্যান্য আর্থিক অ্যাপও এই সেবার সঙ্গে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই (a2i) এই বিষয়ে কাজ করছে।