
ঢাকার ধামরাই উপজেলায় ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এতে সহকারী শিক্ষক রয়েছেন প্রায় ৯৪০ জন এবং ১৭১ জন প্রধান শিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। প্রতিবারই একজন প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করে থাকেন। এ বছর ১৭১ জন প্রধান শিক্ষকদের মধ্যে উপজেলার কুল্লা ইউনিয়নের আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি সরকার এবং জলসীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: বোরহান উদ্দিন গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
গুণী শিক্ষকের বিষয়টি নিশ্চিত করেছেন শাইল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি ধামরাই শাখার সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির।
জানা যায়, প্রায় ১৩ টি বিষয়ের উপর যাচাই-বাছাই করে গুণী শিক্ষক নির্বাচিত করা হয়ে থাকে। শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত পারদর্শিতা, পেশাগত নিষ্ঠা বা নৈতিকতা, ছাত্র শিক্ষকের মাঝে সুসম্পর্ক, শিক্ষার্থীদের সামাজিকীকরনে গৃহীত পদক্ষেপ, মানবিক গুণাবলি ও শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নে কাজ করা, বিজ্ঞান মনস্কতা, একাডেমিক উৎকর্ষ সাধন করা, শিক্ষার্থীদের সঠিকভাবে মূল্যায়নসহ একাধিক কাজ নিপুন ভাবে বা আন্তরিকতার সাথে সম্পূর্ণ করা। উপজেলা শিক্ষা অফিস প্রতিটি শিক্ষককে সকল বিষয় যাচাই-বাছাই করে একজন গুণী শিক্ষক নির্বাচিত করেন।
গুণী শিক্ষক লিলি সরকার ও মো: বোরহান উদ্দিন বলেন, শত শত শিক্ষকদের মধ্যে একজন গুণী শিক্ষক নির্বাচিত হয়েছি এটা সত্যিই আনন্দের বিষয়। এ জন্য আমাদের সকল সহকর্মী শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা।
এ বিষয়ে শাইল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি (ধামরাই উপজেলা শাখার) সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির বলেন, ২০২৫ খ্রিস্টাব্দে গুণী শিক্ষক হিসেবে আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি সরকার ও জলসীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: বোরহান উদ্দিন গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এতে আমরা খুবই আনন্দিত। ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তাদের প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাই। তারা তাদের কর্ম দক্ষতার কারণেই গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, লিলি সরকার ও বোরহান উদ্দিন এর আগেও ধামরাই উপজেলায় একাধিক বার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
Comments