Image description

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঘোষণা দিয়েছেন যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নুরুল হক নুরের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে যমুনা ও সচিবালয় ঘেরাও করা হবে।

রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরের শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

রাশেদ খান অভিযোগ করেন, হামলাকারীদের গ্রেপ্তারে সরকারের ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। তিনি আরও বলেন, সরকার নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কথা বললেও তা নিয়ে 'তালবাহানা' করছে।

গণঅধিকার পরিষদের নেতারা জানান, তারা সরকারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন এবং প্রয়োজনে দল ও পরিবারের উদ্যোগে নুরকে বিদেশে পাঠানো হবে। তারা আরও বলেন, নুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে।