Image description

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবৈধভাবে চলছে রাসায়নিক সার ও কীটনাশকের দোকান। বৈধ লাইসেন্স ছাড়াই শুধু ট্রেড লাইসেন্স নিয়ে এসব দোকানে ভেজাল ও মানহীন সার বিক্রি হচ্ছে অতিরিক্ত মূল্যে। ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং কৃষি উৎপাদনও হুমকির মুখে পড়ছে।

গত ১২ নভেম্বর ২০২৪ তারিখে সাটুরিয়া উপজেলা কৃষি অফিস ২৬টি অবৈধ সারের দোকানকে সতর্ক করে নোটিশ জারি করলেও, প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দিঘিলুলিয়ার কৃষক আব্বাস আলী আক্ষেপ করে বলেন, “ডিলারের কাছে ন্যায্য মূল্যে সার পাই না। বাইরের দোকানে বেশি দামে সার কিনতে হয়। কৃষি অফিসে অভিযোগ করেও কোনো ফল পাই না।”

সাটুরিয়া উপজেলা সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি ও মোজাফফর এন্টারপ্রাইজের মালিক কাজী মোজাফফর হোসেন বলেন, “অনুমোদনহীন অবৈধ দোকানের কারণে কৃষকরা ন্যায্য মূল্যে সার পাচ্ছে না। বাজারও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রশাসনের কাছে যথাযথ হস্তক্ষেপ কামনা করছি।”

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসুম জানান, “আমি সম্প্রতি যোগদান করেছি এবং এ বিষয়ে অবগত নই। তদন্ত করে দেখব, সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”