
ঢাকার ধামরাইয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি গাংগুটিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোলাইমানকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে গাংগুটিয়া ইউনিয়নের জালসা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার এসআই মো. কাওসার সুলতান।
গ্রেপ্তারকৃত সোলাইমান জালসা গ্রামের মৃত আবুল কালামের ছেলে। জানা যায়, গত ৫ আগস্ট সাবেক সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে জোরপূর্বক জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ রয়েছে। এলাকায় তিনি ভূমিদস্যু হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, সোলাইমান বনেরচর গ্রামের মনোয়ার হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। আওয়ামী লীগ সরকারের সময় তিনি মাটির ব্যবসায় একচেটিয়া আধিপত্য বিস্তার করেন এবং জোর করে অন্যের জমির মাটি কেটে নিতেন, যার ফলে মালিকরা বাধ্য হয়ে তার কাছে মাটি বিক্রি করতেন। এছাড়া তিনি ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যাচেষ্টার মতো গুরুতর অপরাধে জড়িত।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যাচেষ্টার মামলায় সোলাইমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
Comments