
রাজধানীর আগারগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন ‘নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে বেতার ভবনের সামনে থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। পুলিশ মিছিল থেকে দুজনকে আটক করেছে।
মিছিলে অংশ নেওয়া এক আওয়ামী লীগ নেতা বলেন, “জননেত্রী শেখ হাসিনাসহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করছে অন্তর্বর্তী সরকার। এর প্রতিবাদে আমরা মিছিল করেছি।” মিছিলে ‘শেখ হাসিনা, জয় বাংলা’, ‘হাঠাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগানে মুখরিত ছিল এলাকা।
শের-ই-বাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক জানান, মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, কয়েকশ নেতাকর্মী বেতার ভবন থেকে স্লোগান দিতে দিতে মেট্রোরেল স্টেশনের দিকে এগিয়েছেন।
২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর ৮ অগাস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর আওয়ামী লীগের শীর্ষ নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যদের গ্রেপ্তার শুরু হয়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ নেতাদের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে, এবং দলটির সব কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল অব্যাহত রয়েছে। শুক্রবার বাংলামোটরে, ৩১ অগাস্ট ধানমন্ডিতে, ৫ অগাস্ট তেজগাঁওয়ে এবং গুলিস্তানে বিক্ষোভ মিছিল হয়। এসব মিছিল থেকেও কখনো কখনো নেতাকর্মীদের আটক করা হচ্ছে।
Comments