
দেশের রাজনীতি নিয়ে কয়েকদিন আগে এক কথা বলে বেশ আলোচনায় এসেছিলেন নব্বই দশকের লোকসংগীত শিল্পি কদ্দুস বয়াতি।
এবার আজ (১৩ সেপ্টেম্বর) শনিবার সকাল পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে তিনি জাকসু নির্বাচনে ভোটি গণণার ফলাফল বিলম্বে হওয়াতে বিষ্ময় প্রকাশ করেন। ফেসবুক পোষ্টে কদ্দুস বয়াতি লিখেন, ‘পাগলা মসজিদের বস্তার বস্তা টাকা গুনে শেষ নিমিশেই, আর ১১ হাজার ভোট গুনতে তিনদিন’।
Comments