Image description

ইসরায়েল-ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান ও দুই রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এই প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৪২টি দেশ। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন মুসলিম দেশগুলোর প্রতিনিধিরা।

সৌদি আরব ও ফ্রান্সের উত্থাপিত প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি, আর ভোটদানে বিরত ছিল ১২টি দেশ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত এ প্রস্তাব আন্তর্জাতিক মহলের অভিন্ন অবস্থানকে তুলে ধরেছে। এর মাধ্যমে আবারও নিশ্চিত হলো। ফিলিস্তিনি জনগণ তাদের ন্যায্য অধিকার অনুযায়ী ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধ অধিকার পাবে।’

প্রস্তাবে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের হামলার নিন্দা জানানো হয়। একই সঙ্গে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর, হামাসের অস্ত্র জমা দেওয়া এবং আটককৃত সব বন্দিকে মুক্ত করার আহ্বান জানানো হয়।

এদিকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে প্রস্তাবনাটিকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ‘কোনোদিন প্রতিষ্ঠিত হবে না ফিলিস্তিনি রাষ্ট্র।’
সূত্র: আরব নিউজ