
রাজশাহীর বাগমারায় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার যাত্রাগাছি ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মাড়িয়া ইউনিয়ন দল এবং ঝিকড়া ইউনিয়ন দল পরস্পরের মুখোমুখি হয়।
জুলাই গণঅভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগমারা উপজেলা পূর্ব শাখার উদ্যোগে আন্তঃউপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আয়োজন করা হয়।এই আয়োজনে বাগমারার বিভিন্ন ইউনিয়ন থেকে গঠন করা দলগুলো অংশগ্রহণ কর।
ফাইনাল খেলা দেখতে যাত্রাগাছি মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিপুল সংখ্যক দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় মাড়িয়া ইউনিয়ন দল ৪-০ গলে জয় লাভ করে।
জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাড়িয়া দলের আব্দুল মজিদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এছাড়াও ম্যান অব দ্যা টূর্নামেন্ট তৌহিদুল এবং সর্বোচ্চ গোলদাতা হন ঝিকড়া ইউনিয়নের উদিয়মান ফুটবলার রাকিব।
রাজশাহী জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি রুবেল আহমেদের সঞ্চালনায় গ্র্যান্ড ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -৪ আসনে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী রাজশাহী জেলার শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ, বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক ইব্রাহিম হোসেন, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি রফিকুল ইসলাম, মাড়িয়া ইউনিয়নের আমীর নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগমারা উপজেলা শাখার সভাপতি এইচএম শফিকুল ইসলাম খান, সেক্রেটারি নাদিম মোস্তফা, ভবানীগঞ্জ পৌরসভার সভাপতি সাব্বির আহমেদ, শিবির নেতা তোফাজ্জল সহ জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
Comments