Image description

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তিন বছরের শিশু অপহরণের ঘটনায় পুলিশি তৎপরতায় অল্প সময়ের মধ্যেই নাটোরের লালপুরে অভিযান চালিয়ে শিশু আইয়ানকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় অভিযুক্ত আমিরুল ইসলাম বাপ্পি (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া থানার একটি টিম লালপুর উপজেলার ধুপইল এলাকা থেকে শিশু আইয়ানকে উদ্ধার করে। পরে শিশুটিকে লালপুর থানায় নিয়ে গিয়ে আইনি কার্যক্রম শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হয়। একই অভিযানে অপহরণকারী যুবক আমিরুল ইসলাম বাপ্পি হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ধুপইল এলাকার আবুল হোসেনের ছেলে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পাকিজা খানমের খালাতো ভাই জুয়েলের বন্ধু বাপ্পি। সেই সূত্রে ভুক্তভোগী পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বাপ্পী। গত ৯ সেপ্টেম্বর তিনি ভুক্তভোগীর বাড়িতে বেড়াতে আসেন এবং ১১ সেপ্টেম্বর সকালে হঠাৎ শিশুটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। অপহরণের পর বাপ্পি ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানায় অপহরণ মামলা দায়ের করেন শিশুটির মা পাকিজা খানম। শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে থানা তাৎক্ষণিক অভিযান শুরু করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।