
দক্ষিণ আফ্রিকার উইটব্যাংকে নির্মমভাবে খুন হয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী কাজী মহিউদ্দিন পলাশ (৩৬)। নিখোঁজের তিন দিন পর তার নিজের দোকানের ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাশের দোকানের একজন মালাউই কর্মচারী তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছে। এরপর মরদেহ ফ্রিজে লুকিয়ে রেখে পালিয়ে যায়। অভিযুক্ত ব্যক্তি এখনো পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ এই হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চিত হয়েছে।
নিহত কাজী মহিউদ্দিন পলাশ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বাসিন্দা এবং তিনি দুই সন্তানের জনক। প্রায় ১৪ বছর ধরে তিনি দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন। তার ভাই কাজী আলমগীর জানান, তিন দিন ধরে পলাশ নিখোঁজ ছিলেন এবং তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। পরে পুলিশ তদন্ত শুরু করলে এই মর্মান্তিক ঘটনাটি বেরিয়ে আসে।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান এই হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সহযোগিতা চাওয়া হয়েছে। পলাশের মৃত্যুতে তার পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments