জাকসু নির্বাচন: ছাত্রদলের পর একই কেন্দ্রে ভোট দিলেন শিবিরের ভিপি প্রার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে মীর মশাররফ হোসেন হল কেন্দ্রে ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আরিফুল্লাহ আদিব ভোট দিয়েছেন। এর আগে একই কেন্দ্রে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান ভোট দেন।
এবারের নির্বাচনে মোট ১১,৭৪৭ জন ভোটার ২১টি হলের ২২৪টি বুথে ভোট দিচ্ছেন। বিভিন্ন পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভিপি পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী রয়েছেন। ভোট গণনায় ব্যবহৃত হচ্ছে বিশেষ ওএমআর মেশিন।
ছাত্রশিবিরের প্যানেলে জিএস পদে মাজহারুল ইসলাম, এজিএস পদে ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলাসহ বিভিন্ন পদে প্রার্থী রয়েছেন। অন্যদিকে ছাত্রদল থেকে ভিপি পদে শেখ সাদী হাসান ও জিএস পদে তানজিলা হোসেন বৈশাখী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’, ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’, ‘সম্প্রীতির ঐক্য’ এবং ‘সংশপ্তক পর্যদ’ প্যানেল থেকেও প্রার্থীরা লড়ছেন।
নির্বাচনে মোট প্রার্থীর ২৫% ছাত্রী, বাকি ৭৫% ছাত্র। ভিপি পদে কোনো নারী প্রার্থী নেই, তবে জিএস পদে ১৫ জনের মধ্যে দুজন নারী রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হলের প্রতিটি কেন্দ্রে একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদের জন্য মোট ৪০টি ব্যালটে ভোট দিচ্ছেন। নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
Comments