ঐক্যবদ্ধ হোন, বিভাজন করে লাভ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, দেশের প্রতিটি জেলায় প্রেস কাউন্সিল প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “কিছু জেলায় ৬ থেকে ৭টি প্রেসক্লাব রয়েছে। বিভাজন করে কোনো লাভ হয় না। আপনারা ঐক্যবদ্ধ হোন।”
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে ‘অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরও বলেন, “প্রেস কাউন্সিলে ১৫ সদস্যের মধ্যে ৯ জনই সাংবাদিক প্রতিনিধি। মূলধারার সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।” তিনি সাংবাদিকদের তথ্য অধিকার আইনের সুযোগ গ্রহণের পরামর্শ দিয়ে বলেন, “কোনো প্রতিষ্ঠান তথ্য দিতে অস্বীকার করলে তথ্য অধিকার আইনে আবেদন করলে সুফল পাবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ ও প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সাংবাদিক পঙ্কজ কান্তি দে, খলিল রহমান, দেওয়ান গিয়াস চৌধুরী প্রমুখ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
Comments