Image description

সিরাজগঞ্জ শাহজাদপুরে মাসকালাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই এর বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে ২০২৫/২৬ অর্থ বছরের ‘খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায়’ উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে ১ হাজার ২শত প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি(পটাশ) সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষি ও কৃষকদের উন্নয়নে এবং খাদ্যের কোনো ঘাটতি না হয় এজন্য সরকার কৃষকদের প্রণোদনাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদ্বুদ্ধ করছেন। তারই ধারাবাহিকতায় মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

এছাড়াও উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলাম, ফারজানা ইয়াছমিনসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রমুখ।