Image description

হবিগঞ্জের নবীগঞ্জ ও সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে পৃথক দুর্ঘটনায় এসব মৃত্যু হয়।

নিহতরা হলো-নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবণ সরকার (৪), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৭), শ্রাবণ ও শুভর ফুফাতো বোন রেহনা সরকার (৫) এবং হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মঈন উদ্দিনের ছেলে মনির মিয়া (৪)।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান জানান, দুপুরের খাবার খেয়ে বাড়ির পাশের উঠানে খেলাধুলা করছিল শ্রাবণ, শুভ ও রেহনা। পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে নামেন। একে একে তিন শিশুকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের দুর্লভপুর গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মনির নিখোঁজ হয়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।