
জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) পূবালী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা একটি লকার জব্দ করেছে। বুধবার সকালে মতিঝিল শাখায় অবস্থিত লকারটি জব্দ করা হয়।
সিআইসি-এর মহাপরিচালক আহসান হাবীব জানান, পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত ১২৮ নম্বর লকারটি শেখ হাসিনার নামে রয়েছে এবং এর দুটি চাবির মধ্যে একটি তার কাছেই আছে। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই লকারটি জব্দ করা হয়েছে।
এনবিআর সূত্র অনুযায়ী, ধারণা করা হচ্ছে লকারটিতে স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ কিছু নথি থাকতে পারে। আইনি প্রক্রিয়া মেনে লকারটি খোলা হবে এবং তখন এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
Comments