Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম। তিনি এই বিজয়কে ব্যক্তিগত নয়, বরং ‘জুলাই প্রজন্ম’ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সম্মিলিত বিজয় বলে অভিহিত করেছেন। বুধবার সকালে সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাদিক কায়েম বিভিন্ন সময়ে গণতন্ত্র ও মুক্তির জন্য আত্মত্যাগ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বিশেষভাবে জুলাই বিপ্লবের শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ এবং শহীদ আবরারকে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

ভিপি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, শিক্ষার্থীরা তাদের প্যানেলের ওপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রক্ষা করা হবে। তিনি বলেন, "স্বপ্নের যে ক্যাম্পাসের প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা থামব না।" তিনি আরও জানান যে, তিনি শিক্ষার্থীদের ভাই ও বন্ধু হিসেবে পাশে থাকবেন এবং তাদের যেকোনো ব্যক্তিগত বা পারিবারিক সমস্যায় সহযোগিতা করবেন।

সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ অ্যাকাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তার পরিকল্পনা অনুযায়ী, এখানে উন্নত অ্যাকাডেমিক পরিবেশ, গবেষণার সুযোগ, সবার জন্য আবাসন, খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস তৈরির ওপরও গুরুত্বারোপ করেন এবং ধর্ম-মত নির্বিশেষে একটি বহুমাত্রিক (মাল্টিকালচারাল) পরিবেশ গড়ে তোলার কথা বলেন।

তিনি বলেন, এই বিজয় কোনো আনন্দের বিষয় নয়, বরং এটি একটি পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।