
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সানজিদা আহমেদ তন্বি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১১ হাজার ৭৭৭টি ভোট পেয়ে নির্বাচিত হন। বুধবার সকালে ঢাবির সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
সানজিদা আহমেদ তন্বি ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থী এবং গত বছর ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের হামলার শিকার হয়ে পরিচিতি লাভ করেন। তার প্রতি সম্মান জানিয়ে ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গঠিত গণতান্ত্রিক ছাত্রসংসদসহ ছয়টি প্যানেল এই পদে কোনো প্রার্থী দেয়নি।
ডাকসু নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা শীর্ষ পদগুলোতে জয়লাভ করেছেন-
ভিপি পদে: মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
জিএস পদে: এস এম ফরহাদ ১০ হাজার ৮৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।
এজিএস পদে: মহিউদ্দীন খান ৯ হাজার ৫০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৪ হাজার ২৫৪ ভোট।
Comments