Image description

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি মালবাহী ট্রেনের সঙ্গে ডাবল-ডেকার বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১০ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এই দুর্ঘটনা ঘটে। ট্রেন পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, চলন্ত ট্রেনের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করলে বাসটিকে ট্রেনটি ধাক্কা মারে।

দুর্ঘটনাস্থলটি মেক্সিকো সিটি থেকে প্রায় ১১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত আত্লাকোমুলকো শহর এবং মিচোয়াকান অঙ্গরাজ্যের মারাভাতিও শহরের মধ্যবর্তী একটি শিল্পাঞ্চলে। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, বাসের সামনের অংশ এবং উপরের তলা সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে গেছে।

মেক্সিকো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

লাতিন আমেরিকায় সড়ক দুর্ঘটনা, বিশেষত বাস দুর্ঘটনা, প্রায়ই ঘটে থাকে। মেক্সিকো সরকারের ২০২৩ সালের এক প্রতিবেদন অনুসারে, সেই বছর দেশটিতে মহাসড়কে ১২,০৯৯টি দুর্ঘটনা ঘটেছিল, যার ফলে প্রায় ৬,৪০০ জন আহত এবং ১,৯০০ জন নিহত হয়েছিলেন।

দেশটিতে বাস যাতায়াতের একটি প্রধান মাধ্যম। বর্তমানে প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সরকার যাত্রীবাহী রেলপথের দ্রুত সম্প্রসারণের পরিকল্পনা করছে, যার মাধ্যমে উত্তর ও মধ্য মেক্সিকোর বিভিন্ন অঞ্চলকে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।