Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র প্যানেলের কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী মো. সজীব হোসেন। তিনি দাবি করেছেন, তিনি যে তিনটি প্রধান পদে ভোট দিয়েছেন তার একটিও ফলাফলে দেখানো হয়নি। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সজীব হোসেন বলেন, তিনি শহিদুল্লাহ হলের একজন ভোটার হিসেবে কার্জন হলে ভোট দিয়েছিলেন। তিনি ভিপি পদে আবিদ, জিএস পদে সম্রাট এবং এজিএস পদে আশিকুর রহমান জীমকে ভোট দিয়েছিলেন। কিন্তু ফলাফলে জিএস পদে সম্রাটের ভোট শূন্য দেখানো হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, "আমি নিজ হাতে ভোট দিলাম, আমার ভোট গেল কই?"

তিনি আরও অভিযোগ করেন যে, ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন করে অনেকে এক মিটারের ভেতরেও ভোটার স্লিপ বিতরণ করেছেন। কিন্তু নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। তিনি কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ আনেন।

একই সংবাদ সম্মেলনে ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেলের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদপ্রার্থী রাকিব হোসেন গাজীও কমিশনের বিরুদ্ধে পক্ষপাত এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার অভিযোগ তোলেন।

নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জিএস পদে এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট এবং এজিএস পদে মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হন।

এদিকে, ভিপি প্রার্থী আবিদুল ইসলাম এবং উমামা ফাতেমা ইতিমধ্যেই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। আব্দুল কাদেরও এই নির্বাচনের কারচুপির অভিযোগ এনে তীব্র সমালোচনা করেছেন।