Image description

রাউজানে শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যপীঠ সংঘ মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামে অবস্থিত আদ্যপীঠ মন্দিরে অবস্থিত এই মন্দিরের জানালা ভেঙে মন্দিরে প্রবেশ করে দুই আড়াই ভরি স্বর্ণালংকার, দান বক্সের টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। 

শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যপীঠ সংঘ মন্দিরে পুরোহিত তপন চক্রবর্তী বলেন’রাতের কোনো এক সময় চোরেরা জানালার গ্রীল ভেঙে দানবক্সের টাকা ও মায়ের (প্রতিমার) গলার স্বর্ণালংকার নিয়ে যায়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার পর পুলিশ এসে তদন্ত শুরু করেছেন। 

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, 'মন্দির চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷