Image description

চট্টগ্রামের সন্দ্বীপে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোর রাতে ৩টার দিকে সন্দ্বীপ থানার একটি বিশেষ টিম মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড শান্তির হাট এলাকায় অভিযান পরিচালনা করে। 

মাহতাব পাটোয়ারীর বাড়ির মেহেদী হাসান (২৪) কে আটক করা হয়।

গেপ্তার এর সময়  তার কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা সহ এবং ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের নগদ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার মেহেদী হাসান মৃত শাই এমরান ও মৃত শেফালী বেগমের ছেলে।

জানা গেছে, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিক অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সন্দ্বীপ থানায় অফিসার ইনচার্জ (ওসি) বলেন গেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে  নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু  করা হয়েছে আসামীকে আদালতে প্রেরন করা হবে পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান জোরদার করার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।