
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা মধ্যরাত পেরিয়েও চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রায় ৪০ হাজার ভোটারের মধ্যে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা শহীদুল জাহিদ রাত ১টার দিকে জানান, শামসুন্নাহার হলের ব্যালট স্ক্যানিং শেষের দিকে। স্ক্যানিং সম্পন্ন হলেই এই কেন্দ্র থেকে হল ও ডাকসুর ফল ঘোষণা করা হবে। একইভাবে, শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তা সিমাব নাজির আহমেদ জানিয়েছেন, তাদের কেন্দ্রেও স্ক্যানিং প্রায় শেষ, শিগগিরই ফল প্রকাশ করা হবে।
উদয়ন স্কুল কেন্দ্রের প্রধান অধ্যাপক এস এম শামীম রেজা রাত ১১টায় জানান, চারটি হলের ভোটের ব্যালট স্ক্যানিং শেষ হয়েছে, তবে গণনা এখনো শুরু হয়নি। তিনি বলেন, “ডাকসুর ব্যালটের একটি স্ক্যানিং শেষ হয়েছে। প্রযুক্তিগত প্রক্রিয়ার কারণে সময় লাগছে, মাঝরাত পার হতে পারে।”
ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটাররা ছয়টি ব্যালটে ভোট দিয়েছেন: ভিপি ও জিএস, এজিএস, সম্পাদক পদ এবং সদস্য পদের জন্য। ভোট গণনার দীর্ঘ প্রক্রিয়ার কারণে ফলাফল ঘোষণায় বিলম্ব হচ্ছে। রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী জানিয়েছেন, রাত ১১টা থেকে ১২টার মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
সব কেন্দ্রের ফল পাওয়ার পর সিনেট ভবনের সামনে থেকে সমন্বিত ফল ঘোষণা করা হবে। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, তবে কিছু প্রার্থী ভোট কারচুপির অভিযোগ তুলেছেন।
Comments