Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে ট্যাগিং ও প্রোপাগান্ডার মাধ্যমে তাঁর ভোট কমানোর চেষ্টা চলছে। মঙ্গলবার সকালে সিনেট ভবন কেন্দ্রে ভোট প্রদানের পর সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

শামীম হোসেন বলেন, “কয়েকটি চিহ্নিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে আমাকে ট্যাগিং করা হচ্ছে। এই প্রোপাগান্ডার মাধ্যমে আমার ভোট কমানোর চেষ্টা হচ্ছে।” তিনি জানান, এমন ষড়যন্ত্রের আশঙ্কা তিনি আগেই করেছিলেন। তবে তিনি আশাবাদী, “শিক্ষার্থীরা সচেতন। তারা ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।”

নির্বাচনের পরিবেশ নিয়ে শামীম বলেন, “ভোটের পরিবেশ এখনো ইতিবাচক। এই পরিবেশ বজায় থাকলে ফলাফল যা-ই হোক, আমি মেনে নেব।” তিনি আরও বলেন, “প্রতিপক্ষ আমার জনপ্রিয়তা দেখে এই প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছে।”

এদিকে, নির্বাচনে অনিয়মের অভিযোগও উঠেছে। ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেন, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু ছাত্রদলের এজেন্টদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। তিনি নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের সমালোচনা করেন।

অন্যদিকে, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে ঢুকেছি।” ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সিনেট ভবন কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক তৌহিদুল ইসলাম জানান, সকাল ১০টা পর্যন্ত ডাইনিংরুমের বুথে ২০ শতাংশ ভোট পড়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিকেল ৪টার মধ্যে ৭০-৭৫ শতাংশ ভোট গ্রহণ সম্ভব হবে।

নির্বাচনে শিক্ষার্থীদের উৎসাহ উল্লেখযোগ্য হলেও, অনিয়ম ও ব্যবস্থাপনার প্রশ্নে স্বচ্ছতা নিয়ে উদ্বেগ রয়েছে।