Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরুর পর ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেন, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, অথচ ছাত্রদলের এজেন্টদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। তিনি প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের সমালোচনা করে বলেন, “নির্বাচন কমিশন অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক।”

অন্যদিকে, ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান নিয়ম ভঙ্গের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে ঢুকেছি।” তিনি কার্জন হল কেন্দ্রে সাংবাদিকদের কাছে নির্বাচনকে উৎসবমুখর করার আহ্বান জানান। একই প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বলেন, “নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।” তিনি অনাবাসিক শিক্ষার্থীদের ভোট দিতে এসে পরিস্থিতি বদলে দেওয়ার আহ্বান জানান।

ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা ভূতত্ত্ব বিভাগের ভোটকেন্দ্র পরিদর্শন করে বলেন, “অনেক লড়াই-সংগ্রামের পর এই নির্বাচন পেয়েছি। সবাই ভোট দিয়ে পছন্দের প্রার্থী বেছে নিন।” তবে তিনি ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, “দীর্ঘ সারির কারণে শিক্ষার্থীদের কষ্ট হচ্ছে। বৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।”

টিএসসি কেন্দ্রে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টায় ৭০০ ভোট পড়েছে। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা বলেন, “মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এভাবে চললে নির্ধারিত সময়ের আগেই ভোট শেষ হবে।” এ কেন্দ্রে মোট ভোটার ৫,৬৪১ জন।

নির্বাচনে শিক্ষার্থীদের উৎসাহ উল্লেখযোগ্য হলেও, অনিয়মের অভিযোগ ও ভোটকেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে, যা নির্বাচনের স্বচ্ছতার ওপর প্রভাব ফেলতে পারে।